ঢাকা: আজ মঙ্গলবার গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম ও পাবনার মোট তিনটি আসনে নির্বাচন করবে গণসংহতি আন্দোলনের সদস্যরা। দলটির রাজনৈতিক নিবন্ধন নিয়ে আইনী জটিলতা থাকায় স্বতন্ত্র এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হয়ে তারা নির্বাচন করবেন।
তিন প্রার্থীর মধ্যে জোনায়েদ সাকি ঢাকা-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হয়ে জুলহাসনাইন বাবু পাবনা-১ এবং একই দলের হয়ে চট্টগ্রাম-১০ আসনে হাসান মারুফ রুমি নির্বাচন করবেন।
‘বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাচ্ছি’ বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জোনায়েদ সাকি।