হুমায়ুন কবির, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে ইবি’র প্রাক্তন ছাত্রী উলফাত আরা তিন্নির মৃত্যুর ঘটনায় প্রধান আসামী জামিরুল জোয়ারদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে মাগুরা শহরের ভায়নার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে তিন্নিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিন্নির মেঝো বোন মুন্নির প্রাক্তন স্বামী জামিরুল তার বাড়িতে এসে অকথ্য ভাষার গালিগালাজ ও ভাংচুর করে। অপমান সইতে না পেরে তিন্নি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরের দিন তার মা শৈলকুপা থানায় ৮ জনের নাম উল্লেখ করে ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচণা মামলা দায়ের করেন। এ ঘটনায় প্রধান আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, সারাদেশ ব্যাপী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনের আয়োজন করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক নেতা আব্দুস সালাম, হাফিজুর রহমান, বাবুল আক্তার লাল্টু, খান জাহান আলী, কাজী মোহাম্মদ আলী, হুমায়ন কবিরী টুকু। মানববন্ধনে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।