কাশ্মীরে তুমুল সংঘর্ষ, তিন পাকিস্তানি সেনা নিহত

নিউজ বাংলা ডেস্ক: অধিকৃত জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের কাছে পাকিস্তান ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে ভারতের সেনাবাহিনীর গোলায় পাকিস্তানি তিন সেনা নিহত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে দাবি করেছে

নিউজ১৮ বলছে, পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদের ওপর প্রত্যাঘাত শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের গুলিতে পাকিস্তানের তিন জওয়ান নিহত হয়েছে। শুধু তাই নয়, পাক সেনার ৪টি ঘাঁটিও গুঁড়িয়ে দিয়েছে ভারত।

ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, পুঞ্চে চুক্তি লঙ্ঘন করে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। তবে কয়েকদিন ধরেই অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে আসছে পাকিস্তান। পাক হামলার জবাব দিচ্ছেন ভারতীয় জওয়ানরা।

সম্প্রতি নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় মর্টার ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী। এই ঘটনায় রোববার ভারতীয় এক জওয়ানের মৃত্যু হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী বলছে, রোববারের হামলার জবাবে পুঞ্চে প্রত্যাঘাত শুরু করেছে ভারতীয় জওয়ানরা। এতে তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here