নিউজ বাংলা ডেস্ক:
-
বিএনপি নেতারা বাকশালের বিরোধিতায় সরব থাকলেও তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘দরখাস্ত করে’ তার সদস্য হওয়ার তথ্য জানালেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।মন্ত্রিসভার জ্যেষ্ঠ এই সদস্য সোমবার রাতে তৌফিক ইমরোজ খালিদী লাইভ অনুষ্ঠানে ১৯৭৫ সালের এই তথ্য তুলে ধরেন।
মোজাম্মেল হক বলেন, “তিনি (জিয়া) দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন। সেনাপ্রধানসহ অন্যান্যরা অটোমেটিক্যালি হয়েছিল।
“তিনি আবেদন করে বলেছেন যে, আমি সেবা করার সুযোগ চাই। অথচ বঙ্গবন্ধু হত্যার এক মাসের মাথায় তিনি বললেন, বাকশাল শব্দটা একটা গালি।” স্বাধীনতার ৪৮তম বার্ষিকী সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর এই অনুষ্ঠানে এদিন অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।
মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের ৪৮তম বার্ষিকীর একদিন আগে অনুষ্ঠিত হয় এই আয়োজন, যে সশস্ত্র প্রতিরোধে সংগঠকদের একজন ছিলেন মোজাম্মেল হক।
১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে সর্বপ্রথম প্রতিরোধ যুদ্ধে সশস্ত্র প্রতিরোধ কমিটির আহবায়ক হিসেবে ব্রিগেডিয়ার জাহান জেবের বিরুদ্ধে সম্মুখে যুদ্ধে নেতৃত্ব দেন তিনি। সেই প্রতিরোধ যুদ্ধে তিনজন ছাত্র-জনতা শহীদ হয়েছিলেন।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বছর রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে এই মুক্তিযোদ্ধাকে।