নিউজবাংলা২৪ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে২৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুর সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ।

এই সময়ে ১ হাজার ৫৩২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৩১ হাজার ৭৩৭ জন এবং মারা গেলেন ৪৮০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮৪ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করে পরীক্ষা করে ১ হাজার ৫৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৮ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন।

ডা. নাসিমা আরও জানান, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

এর আগে শনিবার ১ হাজার ৮৭৩ জন জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। সেদিন ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here