নিউজ বাংলা ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। জনপ্রিয় পর্যটন সাইট ট্রিপঅ্যাডভাইজর সিঙ্গাপুর এয়ারলাইনসকে এই স্বীকৃতি দিয়েছে।
এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত সিঙ্গাপুর এয়ারলাইনসের সিইও গোহ চুন ফোং। তিনি বলেছেন, ‘টানা দ্বিতীয়বার বিশ্বের সেরা এয়ারলাইনের স্বীকৃতি পেয়ে আমরা খুবই খুশি। আমাদের ক্রমাগত সমর্থন জানিয়ে আসার জন্য আমরা আমাদের সেবাগ্রহণকারীদের ধন্যবাদ জানাতে চাই। সঙ্গে আমাদের সব কর্মচারীকেও ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের সেবা সম্ভাব্য সেরা সেবা দেওয়ার জন্য প্রতিদিন বিশ্বজুড়ে মাইলের পর মাইল ভ্রমণ করেন।’
যারা সিঙ্গাপুর এয়ারলাইনসকে এই স্বীকৃতি দিয়েছে, সেই ট্রিপঅ্যাডভাইজর তাদের আনুষ্ঠানিক বক্তব্যে বলেছে, ‘এই বছরেও পর্যটকদের পছন্দ অনুযায়ী সেরা এয়ারলাইন নির্বাচিত হওয়ায় সিঙ্গাপুর এয়ারলাইনসকে অভিনন্দন। মর্যাদাসূচক এই পুরস্কার বিশ্বজুড়ে পর্যটকদের প্রিয় এয়ারলাইনসেরই স্বীকৃতি।’
বিশ্বজুড়ে ভ্রমণ করে বেড়ানো পর্যটকদের মতামতের ওপর ভিত্তি করে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। মূলত, এয়ারলাইনগুলোর সেবা, মান ও মূল্যবোধের ওপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করা হয়।