নিউজ বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলেন ১৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী নোরা কুয়োইরিন। এক রিসোর্টে মা-বাবার সঙ্গে ছিলেন। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন তিনি।
নোরাকে খুঁজে পেতে মালয়েশিয়া পুলিশের সাড়ে ৩০০ সদস্য অনুসন্ধান শুরু করে। তার সন্ধান দিতে পারলে ১০ হাজার পাউন্ড (প্রায় ১০ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করা হয়। চালু করা হয় হটলাইন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যে রিসোর্ট থেকে নোরা নিখোঁজ হয়েছিল, তার প্রায় দুই কিলোমিটার দূরে লাশ পাওয়া গেছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। বুধবার লাশটির ময়নাতদন্ত করা হবে।
মালয়েশিয়া পুলিশের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, জঙ্গলের ভেতরে ‘পাহাড়ি এলাকায়’ একটি জলপ্রবাহের কাছ থেকে নোরার লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় তার শরীরে কোনো কাপড় ছিল না বলেও জানান তিনি।