ঢাকা: জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা বলেছেন পার্বত্য চট্টগ্রামে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর গণবিরোধী তৎপরতা বন্ধ করা জরুরি।
পার্বত্য শান্তিচুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এসময়, চুক্তির দুই তৃতীয়াংশ শর্তই বাস্তবায়ন হয়নি বলেও দাবী করেন তিনি।
এ সময় সন্তু লারমা বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অবৈধ অস্ত্র উদ্ধারের নামে পার্বত্য চট্টগ্রামে যৌথবাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। এ যাবত পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারের নামে পরিচালিত প্রত্যেক অভিযানে কার্যত পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চালানো হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের গণবিরোধী তৎপরতা বন্ধ করা জরুরি।’