নিউজ বাংলা ডেস্কঃ

এমন কিছু কিছু রেস্তোরাঁ আছে যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে পেটচুক্তি খাবার খাওয়া যায়। মানে, প্রাণে ও পেটে যতটা ধরে ততটাই খাওয়া যাবে, কেউ আপত্তি করবে না। এসব রেস্তোরাঁয় এত ধরনের আইটেম থাকে যে খেয়ে শেষ করা যায় না। পরে আফশোস করতে হয় যে এটা খেলাম না, ওটা খেলাম না। কিন্তু চীনের এক ফুড ভ্লগার এমন খাওয়া খেয়েছেন যে এক রেস্তোরাঁ তাকে চিরকালের জন্য নিষিদ্ধ করেছে।

মানুষটির নাম কাং। তাকে ‘নিষিদ্ধ’ করেছে মধ্য চীনের চাংসা সিটির হানদাদি সিফুড বিবিকিউ বুফেঁ রেস্তোরাঁ। কাং নাকি এই খাবারের দোকানে বেশ কয়েকবার অবিশ্বাস্য পরিমাণ খাদ্যদ্রব্য সাবাড় করে গেছেন। প্রথম দিন এসে নাকি পর্ক ট্রোটারই (শূকরের মাংসের পদ) খেয়ে নিয়েছিলেন দেড় কেজি মতো। রেস্তোরাঁটির বিরুদ্ধে বেশি খিদেওয়ালা মানুষের প্রতি বৈষম্যের অভিযোগ এনেছেন কাং। তিনি বলছেন, ‘আমি অনেক খেতে পারি, সেটা কি আমার দোষ?’অন্যদিকে রেস্তোরাঁর মালিকের দাবি, কাংকে নিষিদ্ধ করা ছাড়া উপায় ছিল না। তিনি বলছেন, ‘ও যতবারই আসে, আমি কয়েক শ’ ইয়েন লোকসান করি।’ এমনকী সয়া দুধও নাকি ২০-৩০ বোতল খেয়ে নেন কাং। পর্ক ট্রোটার খেয়ে নেন গোটা ট্রে। সাধারণ লোকে কাঠি দিয়ে চিংড়ি তুলে খায়, কাং ট্রে-তে করে নিয়ে খান। কাংয়ের সাথে সাথে অন্যান্য ফুড স্ট্রিমারদেরও ওই রেস্তোরাঁয় নিষিদ্ধ করা হয়েছে বলে খবর।
সূত্র : আজকাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here