ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উদ্যোগে বুধবার বাদ জোহর বঙ্গভবনের দরবার হলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকগণ, সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ ও বেসামরিক উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ এবং সামরিক কর্মকর্তাগণ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবীর মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন। এসময় দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণসহ মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here