বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম কোভিড-১৯–এ (করোনাভাইরাস) আক্রান্ত হয়েছেন। কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল বৃহস্পতিবার তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।
আজ শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসাইন রেজা বলেন, শারীরিক দুর্বলতা অনুভূত হওয়ায় গত মঙ্গলবার করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন জেলা প্রশাসক। হালকা সর্দি থাকলেও তাঁর কোনো কাশি নেই। তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন।
বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম কোভিড-১৯–এ (করোনাভাইরাস) আক্রান্ত হয়েছেন। কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল বৃহস্পতিবার তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।
আজ শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসাইন রেজা বলেন, শারীরিক দুর্বলতা অনুভূত হওয়ায় গত মঙ্গলবার করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন জেলা প্রশাসক। হালকা সর্দি থাকলেও তাঁর কোনো কাশি নেই। তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন।
সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ আলমগীর বলেন, বান্দরবান থেকে পাঠানো নমুনায় গতকাল জেলা প্রশাসক দাউদুল ইসলাম ও একটি বেসরকারি ক্লিনিকের আবাসিক চিকিৎসকের করোনা পজিটিভ পাওয়া গেছে। জেলা প্রশাসকের শারীরিক কোনো জটিলতা না থাকায় তিনি তাঁর বাসভবনে আছেন। তাঁকে নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর বেসরকারি ক্লিনিকের ওই চিকিৎসক চট্টগ্রামে চিকিৎসাধীন।