নিউজ বাংলা ডেস্কঃ 

গুরুত্বপর্ণ অবদান ও কাজের স্বীকৃতি হিসেবে ছয় বিশিষ্টজনকে পুরস্কার দিল বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ(বাসপ)। প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তেনে ২৮ জানুয়ারি আয়োজিত বাসপ পুরস্কার-২০২২ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মাহমুদুর রহমান। বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ওপর আলোচনা করেন সাবেক তথ্যসচিব ও বাসপের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ কে এম আব্দুল মান্না, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কাজী শাহীন খান, বীরমুক্তিযোদ্ধা এম সানোয়ার হোসেন, গীতিকবি শান্ত্বনা মিঠু। জাহানারা রেখার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বাসপের সাংগঠনিক সম্পাদক গাজী জাকির হোসেন। বাসপ পুরস্কার-২০২২ পান ডা. মো. সিরাজদৌল্লা ( সমাজসেবা) তাশিক আহমেদ ( মিডিয়া ব্যক্তিত্ব) শাহনাজ রহমান( (সংগীত শিল্পী) অধ্যাপক আতাউর রহমান( সমাজ সেবক), নাসরীন গীতি (সংস্কৃতি সেবী), শেখ মহিউদ্দিন (সংবাদ উপস্থাপক)। অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ বেঁচে থাকলে হয়তো বিচার ব্যবস্থার এই অবস্থা দেখতে হতো না। সৈয়দ মার্গুব মোর্শেদ পিতার স্মৃতিচারণে সৈয়দ মাহবুব মোর্শেদের কর্মকান্ড বর্ণার মধ্য দিয়ে তাঁর অসাম্প্রদায়িক আচরণ তুলে ধরেন। বক্তারা এই মনীষীর জীবন ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে বহমান করার তাগিদ দেন। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সৈয়দ মাহবুব মোর্শেদ পদক প্রদান করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here