নিউজবাংলা ডেস্ক:

স্মার্টফোন ব্যবহারের ধারণা বদলে যাচ্ছে। তরুণ ব্যবহারকারীরা হাতে থাকা ডিভাইসটি দিয়ে গেমিং করতে যেমন পছন্দ করেন, তেমনি চমৎকার সব ফটোগ্রাফির মাধ্যমে নিজেদের প্রতিটি মুহূর্ত ধরে রাখতে চান।

ব্যবহারকারীদের কাক্সিক্ষত সব সুবিধা সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে সম্প্রতি বাংলাদেশের বাজারে ইনফিনিক্স নোট ৭ নিয়ে এসেছে প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ইনফিনিক্স নোট ৭ স্মার্টফোনে রয়েছে এফ/২.২ অ্যাপারচারসহ ৪৮ এমপি প্রধান কোয়াড ক্যামেরা।

কম আলোয় ও বিচিত্র ধরনের লাইটিং কন্ডিশনে আল্ট্রা-হাই-রেজ্যুলিউশনের মনোরম ছবি তোলার সুবিধা দিবে ফোনটি। ফোনটি আলাদা সেন্সরসহ ৩টি ক্যামেরার ম্যাক্রো লেন্সগুলো কোনো বস্তুর কাছ থেকে ফোকাস করার সুযোগ দিবে। সেলফি তোলার জন্য ইনফিনিক্স নোট ৭ সামনের অংশে রয়েছে ১৬ এমপি পাঞ্চহোল সেলফি ক্যামেরা।

মিডিয়াটেক হোলিও জি৭০ চিপসেটের সঙ্গে ফোনটিতে সর্বোচ্চ ২.০ গিগাহার্জের অক্টাকোর সিপিইউ যুক্ত রয়েছে। নিবিড় পারফরম্যান্স দেয়ার কারণে হোলিও জি৭০ ব্যবহারকারীদের মাঝে খ্যাতি অর্জন করেছে। স্মার্টফোনটির মাধ্যমে জনপ্রিয় মোবাইল গেম উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

গেমিংয়ের জন্য বাজেটের মধ্যে স্মার্টফোনটির ‘গেম মোড’ স্মার্টফোন গেমারদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ইনফিনিক্স নোট ৭-এর ৬.৯৫ ইঞ্চি ডিসপ্লে আপনাকে চমকে দিবে। ডিসপ্লেটির এলসিডি প্যানেলটি কর্নিং গরিলা গ্লাস দিয়ে সুরক্ষিত। যাই হোক এর ৭২০বাই১৬৪০ পিক্সেলের ডিসপ্লে প্রাণবন্ত ভিউইং অভিজ্ঞতা দিবে।

ইনফিনিক্স নোট ৭-এর ট্রেন্ডি লুক প্রথম দর্শনেই মন জুড়িয়ে যাবে। বিশাল ৬.৯৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি-ও ডিসপ্লের এ স্মার্টফোনটি শক্ত প্লাস্টিকের ফ্রেম দিয়ে তৈরি। অ্যান্ড্রয়েড ১০-চালিত ইনফিনিক্স নোট ৭ ফোনটিতে এক্সওএক্স ৬.০ ওএস ব্যবহার করায় অ্যানিমেশন, মাল্টি-টাস্কিং এবং নেভিগেশনের সময় বিরামহীন ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যাবে। ফোনটিতে রয়েছে ৫ গিগাহার্জের ওয়াই-ফাই সংযোগ ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

স্মার্টফোনটিতে থাকা বিশাল ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং গ্রাহকদের দ্রুতগতির জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রাখতে এতে ১৮ডব্লিউ সুপার ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। যার ফলে মাত্র ২ ঘণ্টায় ফোনটি পুরোপুরি চার্জ হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here