নিউজ বাংলা ডেস্ক:

৪০তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতি লেখকের সুবিধা দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগ্রহী প্রার্থীদের (যেসব প্রতিবন্ধী প্রার্থী শ্রুতি লেখক চান) আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) অফিস চলাকালীন আবেদন করার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (১ এপ্রিল) পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থী হিসেবে আবেদনকারীদের মধ্যে যেসব প্রার্থীর শ্রুতি লেখক প্রয়োজন তাদের সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে শ্রুতি লেখক দেয়া হবে। প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যারা শ্রুতি লেখক চান তাদের ৯ এপ্রিল অফিস চলাকালীন বিপিএসসির প্রধান কার্যালয় আগারগাঁওয়ে আবেদন ফরম জমা দিতে হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারী প্রার্থীরাই শুধু অনুমোদিত শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবেন। আবেদন না করলে শ্রুতি লেখক পাওয়া যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here