নিউজ বাংলা ডেস্ক

পাকিস্তানে মুক্তি পাবে না ভারতীয় সিনেমা। ছবি : সংগৃহীত

এবার ভারতীয় সিনেমা নিষিদ্ধ করল পাকিস্তান সরকার। এর আগে পুলওয়ামা-কাণ্ডের পর ভারতের শীর্ষ চলচ্চিত্র সংস্থা অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিউব্লিউএ) দেশটিতে পাকিস্তানের সব শিল্পীকে নিষিদ্ধের ঘোষণা দেয়।

কাশ্মীরের পুলওয়ামা-কাণ্ডে ভারতীয় আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জনের বেশি জওয়ানের মৃত্যুর ১২ দিন পর গতকাল মঙ্গলবার ভোরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালানোর পর ভারতীয় সিনেমা নিষিদ্ধের সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেইন বলেছেন, তাঁর দেশের চলচ্চিত্র প্রদর্শক সংস্থা ভারতীয় সিনেমা বয়কট করবে।

মন্ত্রী আরো বলেন, ‘ভারতে তৈরি বিজ্ঞাপন’ নামিয়ে ফেলতে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে (পিইএমআরএ) নির্দেশ দিয়েছেন তিনি।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে হুসেইন লিখেছেন, ‘ভারতীয় কনটেন্ট (আধেয়) বয়কট করেছে সিনেমা এক্সিবিটরস অ্যাসোসিয়েশন, কোনো ভারতীয় সিনেমা পাকিস্তানে মুক্তি পাবে না। ভারতে তৈরি বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পিইএমআরএকে নির্দেশনা দেওয়া হয়েছে।’ হ্যাশট্যাগ দিয়ে তিনি আরো লেখেন, ‘পাকিস্তান তৈয়ার হ্যায়’ (পাকিস্তান প্রস্তুত)।

মন্ত্রীর এই মন্তব্য এমন সময় এলো, যেদিন খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত।

মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছিল, ভোররাত সাড়ে ৩টার দিকে ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ওই হামলা চালায়। ওই আস্তানায় এক হাজার কেজি লেজার গাইডেড বোমা নিক্ষেপ করে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। জইশ-ই-মোহাম্মদের অন্তত তিনটি কন্ট্রোল রুম এবং বেশ কয়েকটি লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে।

হামলায় ৩০০ জইশ-সদস্য নিহত হয়েছে বলে দাবি ভারতের। অবশ্য পাকিস্তান বিপুল সংখ্যক হতাহতের ঘটনা অস্বীকার করেছে।

পাকিস্তানে হামলার পর বলিউড তারকা সালমান খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, কঙ্গনা রানাউত, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, চেতন ভগত, স্বরা ভাস্কর, রিতেশ দেশমুখ, রাভিনা ট্যান্ডন, সুনীল শেঠি, অতুল কাসবেকার, মধুর ভান্ডারকার, তুষার কাপুর, মল্লিকা শেরওয়াত, আফতাব শিবদাসানি, করণ ট্যাকার; দক্ষিণী তারকা রামচরণ, প্রভাস, মহেশ বাবু, কমল হাসান, জুনিয়র এনটিআর, সামান্থা আক্কিনেনি; টিভি তারকা করণবীর বোহরা; ক্রিকেট তারকা বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীরসহ অনেকে ভারতীয় সেনাদের সালাম জানিয়েছেন।

এর আগে পুলওয়ামা-কাণ্ডের পর বলিউড সুপারস্টার সালমান খানসহ বেশ কয়েকজন তারকা তাঁদের ছবি পাকিস্তানে মুক্তি দেওয়া হবে না বলে ঘোষণা দেন। সূত্র : ইন্ডিয়া টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here