নিউজবাংলা২৪ ডেস্ক : ভেঙে ফেলা হচ্ছে রাজধানীর টিকাটুলি মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী অভিসার সিনেমা হল। লোকসানের কারণেই হলটি আর চালাতে পারছেন না বলে জানান প্রেক্ষাগৃহের অন্যতম মালিক সফর আলী ভূঁইয়া।
২৬ কাঠা জায়গাজুড়ে অবস্থিত অভিসার সিনেমা হলটি ভেঙে কমিউনিটি সেন্টার নির্মাণ ও ছোট পরিসরে একটি সিনেমা হল রাখার পরিকল্পনা রয়েছে মালিক পক্ষের।
জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই পাঁচতলা ভবন নির্মাণের কাজ শুরু হবে। এই ভবনে একটি কমিউনিটি সেন্টার থাকবে। পাশাপাশি অন্যান্য তলায় ব্যাংক-বীমা ও সায়েন্টিফিক সরঞ্জাম বিক্রির দোকান ভাড়া দেয়া হবে।
১৯৬৮ সালের দিকে ব্যবসায়ী কামাল উদ্দিনের হাত ধরে প্রতিষ্ঠিত হয় সিনেমা হলটি। ১৯৯২ সালে দেনার দায়ে কে এম আর মঞ্জু ও সফর আলী ভূঁইয়ার কাছে অভিসার বিক্রি করেন। কেনার পর অভিসারের উপর ‘নেপচুন’ নামে আরেকটি সিনেমা হল তৈরি করেন তারা।
প্রায় ৫২ বছরের পুরোনো অভিসার ভেঙে ফেলা হলেও স্মৃতি হিসেবে নামটাকে টিকিয়ে রাখতে সেই ভবনেই  ১৫০  আসনের ছোট সিনেমা হল রাখার পরিকল্পনা করছেন মালিক পক্ষ। তবে নেপচুন নামে কোনও হল থাকছে না সেখানে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here