নিউজ ডেস্ক: মঙ্গল গ্রহে অবতরণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র মনুষ্যবিহীন যান ‘ইনসাইট’। এটি নাসার ইতিহাসে মঙ্গলে অষ্টম সফল অবতরণের ঘটনা।

সোমবার অবতরণ করা এ যানটি মঙ্গলের গভীরে অনুসন্ধান চালাবে। মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ থেকে শুরু করে ভূমিতে অবতরণ পর্যন্ত এর মোট সময় লেগেছে ৭ মিনিট। অবতরণের ৬ মিনিট পর যানটি থেকে মঙ্গলের প্রথম ছবি পৃথিবীতে পাঠানো হয়।

ইনসাইটের এই মঙ্গলযাত্রার মিশনকে ২০৩০-এর দশকে মঙ্গল গ্রহে মনুষ্যবাহী এক্সপ্লোরার যান পাঠানোর প্রস্তুতি হিসেবে দেখছে নাসা।

২০১৮ সালের ৫ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ভান্দেনবার্গ এএফবি থেকে ‘ইনসাইট’-কে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়। সোমবার এটি অক্ষত অবস্থায় মঙ্গল গ্রহের ভূমি স্পর্শ করতে সক্ষম হয়। এরপর সেখান থেকে পাঠানো প্রথম ছবি নাসায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে প্রতিষ্ঠানটির কর্মীরা। দৃশ্যমান সাফল্য পায় তাদের দীর্ঘ সাত বছরের পরিশ্রম।

নাসা’র মনুষ্যবিহীন এ যান মঙ্গলপৃষ্ঠ থেকে ১৬ ফুট গভীর পর্যন্ত খুঁড়তে সক্ষম। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৯ কোটি ৩০ লাখ ডলার। সিএনএন, চায়না ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here