নিউজবাংলা ডেস্ক:
সম্প্রতি জানা যায়, ভূপেশ পাণ্ডিয়া ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। ভূপেশের ক্যান্সার স্টেজ ফোরে রয়েছে বলেও জানা যায়। এর পরই ভূপেশের চিকিৎসায় অর্থ সংগ্রহের কাজ শুরু করেন মনোজ বাজপেয়ি, গিরিরাজ রাও, রাজেশ তাইলাংরা। যদিও শেষ পর্যন্ত বাঁচানো গেল না ভূপেশকে।
ভিকি ডোনারের পাশাপাশি হাজারো খোয়াইশে অ্যায়সি, দিল্লি ক্রাইম, গান্ধী টু হিটলারসহ একাধিক ওয়েব সিরিজেও অভিনয় করেন ভূপেশ পাণ্ডিয়া।
বর্তমানে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দুবাই থেকে মুম্বাইয়ে ফিরবেন সঞ্জয়। তার পরই তাঁর তৃতীয় পর্যায়ের কেমোথেরাপি শুরু হবে বলে জানা গেছে।
বর্তমানে শামসেরা, তোরবাজসহ একাধিক প্রজেক্টের কাজ রয়েছে সঞ্জয় দত্তের হাতে। সে কারণে এই মুহূর্তে তিনি বিদেশে যেতে রাজি নন বলেই মুম্বাইয়ে সঞ্জয় দত্তের পরবর্তী পর্যায়ের চিকিৎসা শুরু হবে বলে জানা গেছে।