নিউজ বাংলা ডেস্ক: বেশ কিছু দোকান পুড়ে গেছে, রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আগুন লেগে । ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই বাজারে আগুনের সূত্রপাত হয়। অগ্নি নির্বাপক বাহিনীর ১২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি রিবেন। মালিবাগ সুপার মার্কেটের পাশে ওই কাঁচাবাজারে সব মিলিয়ে ৫০টির মত দোকান রয়েছে। আশপাশে রয়েছে বিভিন্ন আবাসিক ভবন ও হোটেল।

এদিকে বুধবার মধ্যরাতে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি মাদ্রাসার নিচতলায় টিভির গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ আলম জানান, তাদের নয়টি ইউনিট চেষ্টা চালিয়ে ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here