হুমায়ুন কবির,ঝিনাইদহ প্রতিনিধি :
চিনি শিল্পের বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক আদ্য ৭ অক্টোবর মোবারকগঞ্জ চিনিকলে ফটক সভায় অনুষ্ঠিত হয়। ফটক সভায় বক্তব্য রাখেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক- কর্মচারী ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব মোঃ গোলাম রসুল ও অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন অত্র মিলের সকল শ্রমিক ও কর্মচারীবৃন্দ।সভাপতি জনাব গোলাম রসুল বলেন,আওয়ামী লীগ সরকার শিল্পান্নয়নের তথা শ্রমিকবান্ধব সরকার।তিনি সুগার মিলের নানা বিষয় তুলে ধরেন তার বক্তব্যের মাঝে । ফটক সভা শেষে নিপিড়ীত শ্রমিকের মুক্তির বার্তাবাহক মানবতার “মা” বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মোবারকগঞ্জ চিনিকলের পক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অদ্য “স্মারকলিপি” প্রদান করেন অত্র মিলের বেসিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি ও অন্যান্য নেত্রীবৃন্দ।স্মারকলিপি তে ৪টি দাবি পেশ করা হয়।দাবি ৪টি হলো :১। বঙ্গবন্ধুর স্বপ্নেগড়া চিনিশিল্প তথা মানবতার সেবাই নিয়োজিত মোবারকগঞ্জ চিনিকলটি বাচিয়ে রাখাসহ এ শিল্পকে রাজস্ব খাতে নিতে হবে।২। আখচাষীদের আখের মূল্য, সার ও বীজ যথাসময়ে প্রদানের ব্যবস্থা করতে হবে।৩। শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ করতে হবে।৪। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বকেয়া গ্রাচুইটির টাকা পরিশোধ করতে হবে।