ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দলের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে, যাকে মনোনয়ন দেওয়া হবে সবাইকে তার পক্ষে কাজ করতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকালে তিনি একথা জানান। বেলা ১১টায় সাক্ষাৎকার পর্ব শুরু হয়। বেলা ১২টায় অনুষ্ঠানে যোগ দেন এরশাদ।।
হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, আবারও জেগে উঠেছে জাতীয় পার্টি, তিনশ আসনে প্রার্থী দেওয়া হবে। এর আগে সকাল সাড়ে ১১ টায়, ২ হাজার ৮শ ৬৫ জন মনোনয়ন প্রত্যাশীর তালিকা থেকে প্রাথমিকভাবে বাছাই করা ৭৮০ জনের নাম ঘোষণা করা হয়। বাছাইকৃতদের মধ্যে থেকে ৩শ জনকে চূড়ান্ত করে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে।
সাক্ষাৎকার বোর্ডে ছিলেন রওশন এরশাদ, জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশীদসহ অনেকে।