নিউজ বাংলা ডেস্ক : যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার সকালে তাকে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করে শার্শা থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়।

গত ২ সেপ্টেম্বর রাতে শার্শার লক্ষণপুর গ্রামে এক আসামির স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় গোড়পাড়া ফাঁড়ি ইনচার্জ এসআই খায়রুল আলমের নাম বাদ পড়ায় সমালোচিত ছিলেন ওসি মশিউর। ধর্ষণের ঘটনার পর এসআই খায়রুলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

অবশ্য যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার বলেন, ওসি মশিউরকে রুটিন বদলি করা হয়েছে। এ বদলির সঙ্গে গৃহবধূ ধর্ষণের ঘটনার কোনো সম্পর্ক নেই।

তিনি আরও জানান, শার্শায় গৃহবধূ ধর্ষণের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন রোববার দাখিল করা হচ্ছে না। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট ওই তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে, রোববার গণধর্ষণ মামলায় গ্রেফতার পুলিশের কথিত তিন সোর্সের রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here