নিউজ বাংলা ডেস্ক :
অগ্নিকাণ্ড এখন একটি আতঙ্কের নাম। বাসা, অফিস, কারখানাসহ বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে। অগ্নিকাণ্ড নির্বাপণ করতে সহজ এবং দ্রুত কার্যকরী মাধ্যম অগ্নিনির্বাপক যন্ত্র। ইংরেজিতে যাকে ‘ফায়ার এক্সটিংগুইসার’ বলা হয়। যন্ত্রটি ভবনের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করে রাখতে হয়। দুর্ঘটনা ঘটলে যন্ত্রটি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব।
প্রাথমিক অবস্থাতেই আগুনের উপর ফায়ার এক্সটিংগুইসার প্রয়োগ করতে হয়। এর হ্যান্ডেল ডান হাতে ধরে বাম হাত দিয়ে টান দিয়ে সেফটি পিন খুলে ফেলতে হবে। এরপর বাম হাতে হোস পাইপ আগুনের দিকে তাক করে ডান হাত দিয়ে বাটন বা লিভার চাপতে হয়।