নিউজবাংলা ডেস্কঃ

চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের খাবারের সময় উইন্ডসর ক্যাসলে ফিরে আসেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রানির মানসিক ও শারীরিক অবস্থা বেশ ভালো আছে। বাকিংহাম প্যালেস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে লন্ডনের বেসরকারি একটি হাসপাতাল থেকে প্রাসাদে ফিরে এসেছেন ৯৫ বছর বয়সী রানি।

গত বুধবারের উত্তর আয়ারল্যান্ড সফরের সূচি ছিলো রানির। তবে তিনি হাসপাতালে থাকার কারণে এই সফর বাতিল করতে হয়েছে। চিকিৎসকরা তাকে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, গত কিছুদিন ধরেই তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক।

সম্প্রতি, রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা যান। দীর্ঘ দিনের সঙ্গীর চলে যাওয়া রানির মনের ওপর বেশ প্রভাব ফেলেছে বলেই মনে করেন চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here