অনলাইন ডেস্ক

    ১৫০ কোটি আলোকবর্ষ দূর থেকে রেডিও সিগন্যালের সন্ধান

    প্রতীকী ছবি

    বিবিসি’র প্রকাশিত রিপোর্ট অনুযয়ী, ১৩টি রেডিও বার্স্ট শোনা গেছে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় fast radio bursts বা FRB. একই উৎস থেকে একাধিকবার সেই সিগন্যাল এসেছে বলে জানা গেছে। অন্তত ১৫০ কোটি আলোকবর্ষ দূর থেকে সেই শব্দ শোনা গেছে বলে অনুমান করা হচ্ছে।

    এর আগে অন্য একটি টেলিস্কোপে এরকম এক রেডিও সিগন্যাল ধরা পড়েছিল। ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটির অ্যস্ট্রোফিজিসিস্ট ইংরিড স্টেয়ারস জানিয়েছেন, এরকম আরও উদাহরণ জমা হলে গবেষণা এগুতে সুবিধা হবে। তখনই বোঝা যাবে ঠিক কোথা থেকে আসছে ওই সিগন্যাল।প্রথমবারের যে রেডিও সিগন্যালগুলি এসেছিল, সেগুলির মধ্যে ‘রিপিট’ হয়েছিল। এবারও ‘রিপিট’ হতে শোনা গেছে। আর সেই রিপিট হওয়া সিগন্যালগুলিত ধর্ম অনেকটাই এক বলে মনে করা হচ্ছে।

    FRB হল এক ক্ষুদ্র আকারের রেডিও সিগন্যালের ঝলক। এখনও পর্যন্ত গবেষকরা মোট ৬০টি FRB চিহ্নিত করতে সম্ভব হয়েছে। এর মধ্যে মাত্র দু’বার রিপিট বা পুনরাবৃত্তি হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন, প্রত্যেক দিন আকাশে কয়েক হাজার FRB ঝলকায়। তার নানা রকমের কারণ আছে। হতে পারে , কোনো নিউরন স্টার খুব জোরে ঘুরছে। হতে পারে, দুটি নিউরন স্টার একসঙ্গে মিশে যাচ্ছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here