newsbangla desk
আমাদের সবাইকে বই পড়তে হবে। ভালো তথ্য সমৃদ্ধ জ্ঞানভিত্তিক বই পড়লে পাঠকের মনের দিগন্ত প্রসারিত হয়। মানোত্তীর্ণ বই রচনা করতে যে শ্রম ও সময় দিতে হয় তা না দিয়ে যেনতেন বই দেদার বেরোচ্ছে, এসব বই ছেলেমেয়েদের জ্ঞান স্পৃহা বাড়াবে না বলে তারা মন্তব্য করেন। আজ সকালে ২৭তম বই দিবস উপলক্ষে বাংলাদেশ বুক ক্লাব আয়োজিত লেখক পাঠক শিক্ষার্থী সমাবেশে বিশিষ্ট অতিথিবৃন্দ এসব কথা বলেন। কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বই দিবস উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি খন্দকার বজলুল হক ও সংগঠন সভাপতি মসয়ূদ মান্নান। বক্তাগণ বলেন, বাংলা ভাষায় লিখিত বই অন্য ভাষায় ও পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষায় লেখা বইপত্র বাংলায় অনুবাদ কর্মকে সর্বাধিক গুরুত্ব প্রদান করলে আমাদের সাহিত্য ও চিন্তার জগত প্রসারিত হবে। জাতির উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজন তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক পাঠোভ্যাস। এর আগে ভাষা শহীদ স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বুক ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. সেলিমা সাঈদ, সহ-সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, মহাসচিব সালাহউদ্দীন কুটু, সংগঠক মসলেহ উদিদ্দিন খান মজলিস প্রমুখ। ভাষার গান পরিবেশন করেন জামিউর রহমান লেমন ও মারুফ হোসেন। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ বুক ক্লাব ড. কুদরত-ই-খুদা সড়কে অবস্থিত কার্যালয়ে সাহিত্য আড্ডা ও কর্মশালার আয়োজন করে নিয়মিতভাবে।