স্টার্ট আপ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য আয়োজিত বিশেষ শিক্ষণীয় প্রোগ্রাম “৬০ মিনিট উইথ স্কলার“।
পর্ব: ১৭
সময়: শুক্রবার রাত ১০:০০ মিঃ
অতিথি: ফাতেমা ইসলাম লতা
প্রোগ্রাম টি দেখতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ও গ্রুপ এ
ভীষণ কর্মঠ ও গুণী উদ্যোক্তা ফাতেমা ইসলাম লতা বর্তমানে ব্লক, বাটিক, স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ – শাড়ী,সালোয়ার কামিজ, কুর্তি নিয়ে কাজ করছেন। ভবিষ্যতে আরও ভিন্নধর্মী কালেকশন নিয়ে কাজ করার স্বপ্ন দেখছেন।
অনার্স পড়াকালীন সময়েই হাত খরচ এর জন্য কিছু কাপড় কিনে ব্লক করিয়ে সেগুলো সেল করতেন। একটাও পরে থাকতো না সবাই জামা গুলো লুফে নিতো। এর মাঝে অনার্স ও মাস্টার্সও শেষ করেন। একটি স্কুলে চাকরি শুরু করেন। ভেবেছিলেন ছোট বেলার Aim in life পূরণ হলো। কিছু দিন পর বুঝতে পারেন অন্যের অধীনে কাজ করা কি বিরক্তিকর।
এরপর নিজের বিয়ের গহনা বিক্রির টাকা ইনভেস্ট করেন নতুন ব্যবসায়। ‘এফ কমার্স’ এর মাধ্যমে যাত্রা শুরু হলো ‘বৌঠান’ এর। সেই সাথে ট্রেড লাইসেন্স, টিন, ওয়েবসাইট সব কিছু তৈরী করে ফেলেন। কাজ করতে গিয়ে সাংসারিক এবং পারিপার্শ্বিক অনেক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ভেবেছিলেন সকাল হলেই সবকিছু বন্ধ করে দিবেন। কিন্তু সকাল হবার পর নতুন করে ভেবেছেন, হাল ছেরে দেন নি।
আমাদের “৬০ মিনিট উইথ স্কলার” এর এ পর্বের গুণী উদ্যোক্তার কাছ থেকে জানব, তার উদ্যোগের কথা, তার ব্যবসায়িক জীবনের গল্প।
উদ্যোক্তার বিজনেস পেজ লিংক: https://www.facebook.com/Bowthan.Shop/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here