নিউজ বাংলা ডেস্ক :

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতাদেরও সায় আছে বলে জানা গেছে। ডাকসু নির্বাচনের সময় প্রার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিল করা হবে, এ রকম আশ্বাস দিয়ে ভোটও চেয়েছিলেন। এমনকি ছাত্রলীগের ঘোষিত বিশেষ কয়েকটি দফার অন্যতম একটি বিষয় ছিল- এই অধিভুক্ত সাত কলেজ নিয়ে সিদ্ধান্ত পুনরায় বিশ্লেষণ।

এর আগেও ২০১৮ সালে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তীব্র আন্দোলন ও বিক্ষোভ শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেবার ছাত্রলীগের হস্তক্ষেপে আন্দোলন থেকে পিছু হটেন শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here