নিউজবাংলা ডেস্কঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর এক মুখপাত্রের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৭৫ বছর বয়সী বিল ক্লিনটন স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইরভিনের একটি হাসপাতালে ভর্তি হন।

বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা এক টুইটে এ তথ্য জানিয়ে বলেন, সংক্রমণ নিয়ে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাঁর এ সংক্রমণ করোনা-সংশ্লিষ্ট নয়।

বিল ক্লিনটনের সংক্রমণ করোনা-সম্পর্কিত নয়, এ কথা বলা ছাড়া আর কোনো তথ্য দেননি সাবেক প্রেসিডেন্টের এই মুখপাত্র।

অ্যাঞ্জেল উরেনা বলেন, বিল ক্লিনটন সেরে উঠছেন। তিনি মানসিকভাবে প্রফুল্ল আছেন। যাঁরা তাঁর অসাধারণ সেবাযত্ন করছেন, সেই সব চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের কাছে তাঁরা ভীষণভাবে কৃতজ্ঞ।

বিল ক্লিনটন আরকানসাসের অধিবাসী। ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী হিলারি ক্লিনটন। তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন। তবে তিনি রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here