নিউজবাংলা ডেস্ক/ মোস্তফা কামাল: অরুণ রাঙা তরুণ প্রজন্মের আলোকিত স্বপ্ন সারথি কদমতলি থানাধীন তুষারধারা আবাসিক এলাকার নব নির্বাচিত তুষারধারা যুব ফোরামের সভাপতি মোঃ হানিফ সরকার সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সমাজে অশুভ শক্তি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেদিকে নজর রাখতে তিনি বদ্ধপরিকর। তিনি  তরুণ-যুব সমাজকে সঠিক পথে রাখার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার জন্য বিশেষ অনুরোধ করেছেন।

২৬ জুলাই অনুষ্ঠিত তুষারধারা যুব ফোরামের নির্বাচনে বিজয়ী মোঃ হানিফ সরকার এলাকার সকল যুবকদের অংশ গ্রহণে মাদক বিরোধী মটর সাইকেল শোভাযাত্রা শেষে মত বিনিময়কালে তিনি এ অভিমত ব্যক্ত করেছেন। এ সময় তুষারধারা যুব ফোরামের নব নির্বাচিত সাধারণত সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনসহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here