নিউজবাংলা ডেস্ক:
বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার পর তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকার নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্ত্রীসহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের চার সদস্যকে আয়েশার বাবার বাড়িতে মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।
আয়েশা ও তার স্বজনদের নিরাপত্তায় দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো.কামাল হোসেন বলেন, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত পুলিশের একটি টিম আয়েশার ও তার স্বজনদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন। সকাল হওয়ার পর সেই টিমটি চলে যায় এবং আমিসহ তিন অস্ত্রধারী কনস্টেবল আয়েশা ও তার স্বজনদের নিরাপত্তায় এই বাড়িতে আছি।