স্বচালিত সফটওয়্যার ব্যবহার করে ভুয়া লাইক, কমেন্ট, ভিউ এবং ফলোয়ার দেয়া হতো ইনস্টাগ্রামে।’ ‘নাকরুটকা’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ‘মোবিবার্ন’ নামের এক ডেভেলপারের বিরুদ্ধেও ম্যালিশাস সফটওয়্যার দিয়ে ডেটা হাতানোর অভিযোগে মামলা ঠুকেছে প্রতিষ্ঠানটি। ‘মোবিবার্ন’-এর ব্যাপারে নিরাপত্তা গবেষকরা ফেসবুককে সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন, ওই ডেভেলপার ‘ডিভাইস থেকে ফেসবুকের অনুরোধ করা ডেটা’ হাতিয়ে নেয়। এ ধরনের ডেটার মধ্যে ব্যক্তির নাম, সময়, বয়স, ই-মেইল আইডি ও লিঙ্গ সম্পর্কিত তথ্য থাকত। ‘মোবিবার্ন সফটওয়্যার’ ইনস্টল করার পরপরই বেহাত হয়ে যেত ডেটা