নিউজবাংলা ডেস্ক:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কক্সবাজার সৈকতের সি-গাল পয়েন্টে।
নিহত শিক্ষার্থীর নাম ফাতীন ইতমাম মাহমুদ (২৫)। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।
জানা গেছে, ‘ওরা ৫ জন’ নামক এক ভ্রমণকারী বন্ধুর দল আজ সকালে ঢাকা থেকে সৈকত পাড়ে বেড়াতে আসেন। তারা হোটেল থেকে পরে সৈকতের সি-গাল নামক পয়েন্টে পানিতে গোসল করতে নামেন। এক পর্যায়ে অসাবধানবশত ঢেউয়ের টানে বেশ কিছুদূর ভেসে যান ফাতীন। কিছুক্ষণের মধ্যেই সৈকতের উদ্ধারকারী দল তাকে টেনে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেড়াতে আসা শিক্ষার্থী দলের কবির নামের সহপাঠী জানান, ফাতীন ইতমাম মাহমুদ ছিলেন একজন মেধাবী ছাত্র। ঢাকার মিরপুরের তৃতীয় কলোনি এলাকার বাসিন্দা ছিলেন তিনি।