চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেল ৩টায় ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে মারা গেছেন এই চলচ্চিত্র নির্মাতা। গত শনিবার দিবাগত রাতে সাইদুল আনাম টুটুল অসুস্থবোধ করেন। রোববার ভোরে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ল্যাবএইড হাসপাতালের ড. মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে ছিলেন তিনি। দুই বছর আগেও একবার সাইদুল আনাম টুটুল হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানান হুমায়ূন কবির শুভ। ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ ছবির পরিচালনা শুরু করেন সাইদুল আনাম টুটুল। এর আগে সরকারি অনুদানে নির্মিত সাইদুল আনাম টুটুলের প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্রসম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।