হুমায়ুন কবির,  ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাণিজ্যিকভাবে বিদেশি ড্রাগন ফল চাষ করে সফলতা পেয়েছেন যুবক মো: সামাদ। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খামার মুন্দিয়া গ্রামে। ড্রাগন ফল চাষি মো: সামাদের দেখাদেখি এলাকায় অনেক কৃষক এবং যুবক এই ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এ বছর খরচ বাদ দিয়ে ড্রাগন ফল চাষি মো: সামাদ প্রায় ৪ লক্ষ টাকা লাভের আশা করছেন। সবচেয়ে আশার কথা তিনি সম্পূর্ণ নিরাপদ উপায়ে কীটনাশক বাদে এই ফল চাষ করছেন।

কৃষক মো: সামাদ জানান, ২০১৯ সালের প্রথম দিকে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ৬০ শতক জমি লিজ নিয়ে ড্রাগন ফল চাষ শুরু করেন। তার জমিতে ৪৫০টি পিলার রয়েছে। প্রত্যেক পিলারে ৪টি করে ড্রাগন গাছ রয়েছে। দেড় বছর পর থেকেই তিনি ড্রাগন ফল সংগ্রহ করতে পারছেন। গত দেড় বছরে তিনি তার বাগানে খরচ করেছেন চারা, জমি প্রস্তুতি, লেবারসহ সব মিলিয়ে প্রায় ৪ লাখ টাকা। ইতোমধ্যে প্রায় ৩ লাখ টাকার ড্রাগন ফল তিনি বিক্রি করেছেন। আগামী ৬ মাসে তার বাগান থেকে আরও ৫ লাখ টাকার ড্রাগন ফল বিক্রির আশা করছেন তিনি। একটি পিলার থেকে তিনি বছরে প্রায় ৩০ কেজি ড্রাগন ফল সংগ্রহ করতে পারেন। বছরে ৬ মাস ড্রাগন গাছ থেকে ফল সংগ্রহ করা যায় বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here