হুমায়ুন কবির, ঝিনাইদহ
আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপার ভাটবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে সুফিয়া খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হয়েছেন। নিহত সুফিয়া ওই গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরেই উপজেলা সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থক আফজাল বিশ্বাস এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুলফিকার আলীর সমর্থক আজিজুর রহমানের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আজিজুর রহমানের সমর্থক সুফিয়া বেগমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ৭ জন। ভাঙচুর করা হয় প্রায় ১০টি বাড়ি। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here