নিউজবাংলাডেস্ক:
কুমিল্লার তিতাস উপজেলায় দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ২২ ঘণ্টা পর শনিবার সকালে দুই বোনের লাশ ভেসে উঠেছে। এসময় স্বজনদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।
সকাল ১০ টায় উপজেলার রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে গোমতী নদীতে তাদের লাশ ভেসে উঠে।
জানা গেছে, শুক্রবার দুপুরে রসুলপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতিমা (৬) ও মহাসিন মিয়ার মেয়ে মনিজা(৭) তাদের দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। চাঁদপুর থেকে ফায়ারসার্ভিসের একদল ডুবুরি এসে তিতাস থানা নপুলিশের উপস্থিতে প্রায় ৩-৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার এসআই মোস্তফা জানান, শনিবার সকাল ১০টার দিকে নিখোঁজ ২ বোনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেছে।