নিউজ বাংলা ডেস্ক:

পদত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। সোমবার নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এ খবর নিশ্চিত করেছেন তিনি। এ খবর দিয়েছে আল-জাজিরা। ইনস্টাগ্রামে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আমার সকল ভুলত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আমি ইরানি জাতি ও সকল কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ।
তবে তার পদত্যাগের কারণ তিনি উল্লেখ করেননি। এখনো অন্য কোনো সূত্র থেকে কারণ নিশ্চিত হওয়া যায়নি। প্রেসিডেন্ট হাসান রুহানি পদত্যাগপত্র গ্রহণ করবেন কিনা সেটি জানা যায়নি। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা আব্বাস মৌসাবি নামের এক মুখপাত্রের বরাত দিয়ে জাভাদ জারিফের পদত্যাগের খবর দিয়েছে।
জাভাদ জারিফ ২০১৩ সালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর দুই বছরের মাথায় ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐতিহাসিক পরমানু চুক্তি সাক্ষর করে। এই সফলতার পাশাপাশি দেশের অভ্যন্তরে বিরোধীরা তার সমালোচনায়ও মুখোর ছিলেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ইরান চুক্তি থেকে বেরিয়ে যাওয়া ও ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের পর চাপের মুখে পরেন জাভাদ জারিফ। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে অর্থনৈতিক সংকটে পরে ইরান।