নিউজ বাংলা ডেস্কঃ 

ন্যান্সি পেলোসি তাইওয়ানে সফরের পরিকল্পনার সময়ই কঠিন ব্যবস্থান নেয়ার ঘোষণা দিয়েছিল চীন। কিন্তু তা উপেক্ষা করেই মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বুধবার দেশটি সফরে আসেন। এর পরিপ্রেক্ষিতে তাইওয়ানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিলো চীন। দেশটির সাথে বাণিজ্য সীমাবদ্ধ করার ঘোষণা দিলো।

বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তাইওয়ানে বালি রফতানি এবং সাইট্রাস জাতীয় ফল ও কয়েক ধরনের মাছ আমদানি বন্ধ করা হয়েছে।

চীনের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, খাবারের কয়েকটি চালানে কীটনাশক এবং করোনভাইরাস উপস্থিতির কারণে আমদানি বন্ধ করা হয়েছে।

অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে যে, এটি অনির্দিষ্ট আইনি বিধানের সাথে সামঞ্জস্য রেখে বালি রফতানি স্থগিত করা হয়েছে।

এর আগে তাইওয়ানের চারপাশে ‘পরিকল্পিত সামরিক অভিযান’ এবং লাইভ ফায়ার ড্রিল ঘোষণা করেছে চীন।

এর নিন্দা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

এদিকে সফরে এসে তাইওয়ানকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন ন্যান্সি পেলোসি।

সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here