নিউজবাংলা ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বিজেপির এক নেতাকে থানার সামনেই প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম মণীশ শুক্ল। তিনি ব্যারাকপুরের ‘বিজেপি স্ট্রংম্যান’ হিসেবে পরিচিত ছিলেন।
কলকতার দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গতকাল রাতে মণীশ টিটাগড় থানার কাছে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার সঙ্গী গোবিন্দ।
পরে গুলিবিদ্ধ মণীশকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার ঠিক আগেই রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের একটি বিক্ষোভ মিছিল যাচ্ছিল। সেই মিছিল চলে যাওয়ার পরই পেছন থেকে বেশ কয়েকটি মোটরবাইক আসে। চালক ও আরোহীদের মুখ ঢাকা ছিল হেলমেট দিয়ে।
খুব কাছ থেকে বাইক আরোহী দুর্বৃত্তরা মণীশকে গুলি করে। একাধিক গুলি লাগে মণীশের শরীরে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাকে বাঁচাতে গিয়ে ওই সময় গুলি লাগে তার সঙ্গী গোবিন্দের।