ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দুইদিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।

তিনি বলেন, ‘সংসদ নির্বাচনের ২ থেকে ৩ দিন অথবা ৭ থেকে ১০ দিন আগে নির্বাচনি এলাকায় সেনাবাহিনী যাবে। ওই সময় নির্বাচনি এলাকায় বিজিবি’ও (বাংলাদেশ বর্ডার গার্ড) মোতায়েন করা হবে বলে তিনি উল্লেখ করেন। দায়িত্বপালনে কোন প্রকার শিথিলতা বরদাশত করা হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

এদিকে, জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ২৬ নভেম্বর পর্যন্ত বাড়াতে ইসিকে চিঠি দিয়েছে যুক্তফ্রন্ট।

এর আগে, গতকাল নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও দলের প্রচারণার পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণের মেয়াদ আরো তিনদিন বৃদ্ধি করে নির্বাচন কমিশন। এদিন, নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত করতে সহকারি রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here