সিলেট প্রতিনিধি: নবগঠিত এবি পার্টিতে যোগদান করেছেন সিলেটের বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতা, যুবনেতা ও ব্যবসায়ী।বুধবার নগরীর এবি পার্টি কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আরিফুল হক ইদ্রিস,ছাত্রদলের সাবেক মহানগর শাখার নেতা আশরাফ হোসেন,সাবেক ছাত্রশিবির নেতা রেজাউল করিম শুয়েব,ছাত্রমজলিস নেতা নুরুল ইসলাম সোলায়মান,যুবদলের সাবেক নেতা আইবুর রহমান,শিবির নেতা জুবায়ের আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী সিজিল আহমদ,কল্যান পার্টির যুবনেতা গোলাম রাব্বি প্রমুখ।
এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরীর সহকারী সমন্ধয়ক এডভোকেট হোসাইনুর রহমান লায়েস এবং কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় যুব বিভাগের সমন্ধয়ক এম তানজিল হাসানের পরিচালনায় সামাজিক দুরত্ব মেনে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত যোগদান সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের সমন্ধয়ক ফারুক আহমদ।