ফটিকচাঁদ ঘোষ সমীপেষু
উৎপল তালধি

ভাই ফটিক,
তোমাদের বানানো সাঁকোর নির্মাণশৈলীর দৌলতে
আমরা সেতু বানিয়েছি।
তার বুকে পদচারণা করতে করতে
সভ্যতা এগোচ্ছে অসভ্যের মতো।
সেতুর উপর দিয়ে মরিবাঁচি করে
কে কাকে টপকে
আগে গেলে আগে পাবের ঠিকানায় পৌঁছাবে
দেখলে গা শিউরে ওঠে।
সাঁকো এখন দুয়োরানির মতো
এককোণে পড়ে থেকে
প্রহর গুনছে চরম অবহেলার।
আর আমরা অত্যাধুনিক প্রযুক্তির অশালীন ব্যবহারে
নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে গিয়ে
কামড় বসাচ্ছি সাঁকোর গায়ে।
আমাদের মানসিক সেতুটা আসলে যে
টুকরো টুকরো সাঁকোর সমষ্টি
এটা প্রমাণ করার সময় এসে গেছে।
খাল যদি নদীতে গিয়ে মেশে
নদীর জল একটু বাড়ে বৈকি।

— পশ্চিমবঙ্গ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here