নির্ঘুম কানপাতা এক কবিতা
নাসরীন মিতা
নদীর উজান স্রোতে অনাবিল সুখ গুলো ভাসিয়ে দিলাম
তোমার কাছে।
দুঃখ যা আছে বিস্তীর্ণ সাদা মেঘে
ভাসিয়ে দিও আমার কাছে।
আমি কবিতা লিখবো বলে
তোমার দুচোখে খুঁজেছি,
রাশি রাশি শব্দ।
চোখের নীল নদে ডুবে গেছে নির্মল,
সুন্দর কিছু শব্দ মালা।
অবশেষে নদীর কাছে পাঠিয়ে দিলাম
নির্ঘুম কানপাতা এক কবিতা।
–পাবনা।